শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৩ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে গাড়ির চাপায় নিহত ভ্যানচালক

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপায় মিরাজ আকন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে। সে সময়ে তিনি জুতা বোঝাই ভ্যানগাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুল হাসান তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টায়  মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার চাড়িগাঁও গ্রামের মৃত হাসান আকনের ছেলে মিরাজ। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় থাকতেন। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন। এছাড়া গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের মালামাল নেওয়ার কাজ করতেন।

ভ্যানের জুতাগুলোর এক মালিক কামরুজ্জামান জানিয়েছেন, 'আমি সংবাদ পেয়ে এসেছি।  এখানে আমারসহ দুজনের মালামাল (জুতা) ছিল। গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট থেকে জুতা ক্রয় করেছি।  নারায়ণগঞ্জের চাষারায় নিয়ে যাওয়ার কথা ছিল ভ্যানচালক মিরাজের। পরে সংবাদ পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। '

যাত্রাবাড়ী থানার পুলিশের ওই কর্মকর্তা জানান, 'অজ্ঞাত গাড়ির চাপায় তার মাথা চ্যাপ্টা হয়ে গেছে। তিনি ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। '

তিনি আরো বলেন, 'ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।  ময়নাতদন্তের জন্য মৃতদেহটি  ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। '

  • সর্বশেষ
  • জনপ্রিয়