শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২, ০২:৩৯ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতালের আগের রাতে পল্টনে মিছিল-অগ্নিসংযোগ, আটক ৪

হরতালের সমর্থনে বুধবার রাতে রাজধানীর পল্টন মোড়ে মিছিল ও টায়ারে অগ্নিসংযোগ

প্রথম আলো: জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের সমর্থনে বুধবার রাতে রাজধানীর পল্টন মোড়ে মিছিল ও টায়ারে অগ্নিসংযোগ করা হয়েছে।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন রাতে বলেন, রাত ১১টার দিকে পল্টন মোড়ে বাম জোটের হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করাসহ রাস্তায় গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চারজনকে আটক করা হয়। অন্যদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে সিপিবির ঢাকা দক্ষিণের নেতা মঞ্জুর মঈন বলেছেন, সেখানে গাড়ি ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে একদল ছাত্র মিছিল বের করলে পুলিশ এসে ধরপাকড় শুরু করে। এমনকি পথচারীদেরও ধরা হয়। তখন বিক্ষুব্ধ লোকজন টায়ারে আগুন জ্বালিয়ে এর প্রতিবাদ করে।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়