শিরোনাম
◈ মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন ◈ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন ◈ রাজধানীর গুলিস্থানে হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ বিশ্বে সামরিক ব্যয় প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র  ◈ তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে যেভাবে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে: যুক্তরাষ্ট্র ◈ আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়লো এমভি আবদুল্লাহ ◈ দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নয়া রেকর্ড ◈ অতিরিক্ত সচিব হলেন ১২৭ যুগ্ম সচিব

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় প্রথমবারের মত ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’ শুরু কাল

ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল

জেরিন আহমেদ: প্রথমবারের ঢাকায় মত ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’ আগামীকাল শনিবার শুরু হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের খাবার থাকবে এ উৎসবে। ক্ষুদ্র জাতিসত্তার জাতীয় পর্যায়ের অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম আইপিনিউজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নাগরিক উদ্যোগ’র আয়োজনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মিরপুর-১৩ নম্বরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজ (বিআরটিএ আফিসের বিপরীতে) প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবের উদ্বোধন করবেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের রেক্টর অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উৎসবে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ঐতিহ্যবাহী নানা পিঠা, বিভিন্ন উপাদেয় খাবারের পদ, জৈব পদ্ধতিতে উৎপাদিত শাকসবজি, ফলমূল, বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষিপণ্য ও শুঁটকির পসরা নিয়ে অনেক উদ্যোক্তা উপস্থিত থাকবেন। শনিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হবে।

অনুষ্ঠানে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়