শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০১:৫৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে দুই লঞ্চের চাপায় পড়ে ট্রলারযাত্রী নিহত

সদরঘাট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত হয়েছেন এক ট্রলার যাত্রী। এ ঘটনায় ট্রলারের চালকসহ আরেক যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে নৌপুলিশ জানিয়েছে।

নিহতের নাম রাশেদ (১৯)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা। আহত দুই জন হলেন ট্রলারের চালক ইমরান (২৫) ও যাত্রী আলী আজগর (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে। একই সময় চাঁদপুরগামী আরেকটি লঞ্চ ঘাটে ভিড়ার চেষ্টা করছিল। এর মধ্যে হঠাৎ করে বিনা সিগন্যাল বা সতর্কতা ছাড়া ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার দুই লঞ্চের মাঝখানে চলে আসে।
বিষয়টি লঞ্চের চালকরা বুঝতে পারেননি। ট্রলারটি মাঝখানে চলে আসার পরই পরই দুই লঞ্চের চাপায় পড়ে। এতে এক যাত্রী নিহতসহ দুইজন আহত হন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রলার চালক ইমরানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর আহত অন্য ব্যক্তিও একই হাসপাতালে চিকিৎসাধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়