শিরোনাম

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২২, ০৮:২৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানির দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

মাসুদ আলম: পানি ও সড়ক সংস্কারের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় গুলশান থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। রোববার বিকেল ৪টায় মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

বিক্ষোভকারীরা বলেন, মহাখালী ২০ নম্বর ওয়ার্ডের গ ব্লকের দীর্ঘদিন ধরে পানির সংকট। সংকীর্ণ সড়কেরও বেহাল দশা। এ সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কাউন্সিলরসহ কর্তৃপক্ষের কাছে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। জনভোগান্তির এই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়