শিরোনাম
◈ বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী ২ দিনের রিমান্ডে   ◈ কেউ গাছ কাটলে তার হাত কেটে দেব-এটা আমার ম্যাসেজ: মেয়র আতিক ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত  ◈ বিশ্ব দরবারে বিএনপি দেশ ও জনগণের মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে: ওবায়দুল কাদের ◈ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ◈ বৃহস্পতিবার দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির ◈ কারাগারে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ হাইকোর্টের ◈ অভিযোগের জবাব দিতে দুদকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ◈ গরম আরো বাড়বে, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে ◈ বিদ্যুৎ পরিস্থিতি ২ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে: প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২২, ০১:৪৪ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২২, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দিনভর তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার রাত ১০টার পর রাজধানীতে নামে বৃষ্টি। রাতে রাজধানীতে মাত্র ২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ বৃষ্টি তীব্র গরমে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে নগরবাসীকে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুল হোসেন বলেন, রাতে রাজধানীতে ২মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা কমাতে সাহায্য করবে। কারণ সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, মূলত বৃষ্টিপাত শুরু হবে আগামী ১৭ জুলাই। সে দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যাবে। কাজেই আজকের এ সামান্য বৃষ্টিতে খুব বেশি তাপমাত্রা কমবে এমনটা বলা যাচ্ছে না।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও দুই তিন দিন অব্যাহত থাকতে পারে।

ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও দুই তিন দিন অব্যাহত থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উড়িষ্যা, তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি আকারে সক্রিয় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়