শিরোনাম
◈ বিএনপির অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি: তথ্যমন্ত্রী ◈ বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী ২ দিনের রিমান্ডে   ◈ কেউ গাছ কাটলে তার হাত কেটে দেব-এটা আমার ম্যাসেজ: মেয়র আতিক ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত  ◈ বিশ্ব দরবারে বিএনপি দেশ ও জনগণের মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে: ওবায়দুল কাদের ◈ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ◈ বৃহস্পতিবার দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির ◈ কারাগারে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ হাইকোর্টের ◈ যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবিচল রয়েছে: অ্যাডমিরাল কিরবি ◈ অভিযোগের জবাব দিতে দুদকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২২, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২২, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা

শাহীন খন্দকার : রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষা আপনজনের সঙ্গে ঈদু আজহার ঈদশেষ করে ।  আজ সোমবার (১১) জুলাই সকাল থেকে  দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকার গাবতী বাস টার্মিনালে  আন্ত:জেলা বাস সার্ভিসে করে ফিরতে দেখা যায়।

রোববার (১০ জুলাই) দেশব্যাপী পালিত হয়েছে কোরবানির ঈদ । ঈদ উপলক্ষে এবারে সরকারি তিন দিনের ছুটি শেষ হচ্ছে সোমবার (১১ জুলাই )। তাই অনেকেই দীর্ঘ যাত্রার ক্লান্তি এবং ঝক্কি ঝামেলা এড়াতে একদিন আগেই রাজধানীতে ফিরছেন ঢাকায় বসবাসকারিরা।

রাজশাহী থেকে গাবতলী বাসস্টেশনে  সখা খন্দকার জানিয়েছেন, ছুটি শেষ না হতেই ঢাকায় ফেরার কারণ জানতে চাইলে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তাই নিয়মকানুন একটু বেশি। আবার সারারাত জার্নি করে অফিস করাটা অনেক কষ্টসাধ্য। তাই ইচ্ছে না থাকলেও আগেই ফিরে এলাম।
রাজধানীতে ফেরা আরও কয়েজন জানান, ঈদের পরের দিন বাবা-মা, আত্মীয়স্বজন রেখে ফিরে আসাটা তাদের কাছে অনেক কষ্টের, তবুও জীবিকার তাগিদে ফিরতে হলো। এর উল্টো চিত্রও দেখা গেছে,  যারা বিভিন্ন কারণে ঈদে বাড়ী যেতে পারেন নাই ,তারও অপেক্ষা করছেন গাবতলীতে ।
সুমন মাহমুদ বলেন, দুই ছেলে ও মিসেসকে নিয়ে তিনি টাঙ্গাইলে যাচ্ছেন। ছোট বাচ্চা নিয়ে তারা এই গরম, আর জ্যামে বাড়ি যেতে দীর্ঘ অপেক্ষা করছেন। এদিকে মধুপুরের আলম তালুকদার বলেন, ঈদে তার ছেলে বাড়ি যেতে পারেন নাই। তাই তাদের সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলাম। ঈদ শেষে এখন বাড়ি ফিরে যাচ্ছি।

এছাড়া ঈদ উপলক্ষো রাজধানী ছেড়ে যাওয়া মানুষেরা আবার ফিরে আসলে আবার চিরচেনা রাজধানী তার আগের রুপে ফিরে আসবে। এমনটাই মনে করছেন রাজধানীর বাসিন্দারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়