শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ১১:২৭ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্র মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

বিহারী ক্যাম্পের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মারুফ হাসান: আজ সোমবার (৪ জুলাই) বিকেল ৫টায় কোরবানি ঈদ উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক ঢাকা মোহাম্মদপুর টাউন হল ক্যাম্প, সিয়ারু ও জেনেভা ক্যাম্পর বাসিন্দাদের মধ্যে থেকে ২০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে হোসেন রোডে বিহারী ক্যাম্পের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য প্রধান নির্বাহী  কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মনব সম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, মোহাম্মদপুর  এলাকার সমাজ সেবক এডভোকেট রুনা লায়লা রুনা, গণস্বাস্থ্য কেন্দ্রের গণসংযোগ  কর্মকর্তা ফরহাদ হোসেন, মাহবুবুর রহমান নয়ন, আলামিন প্রমূখ।

উপস্থিত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের  প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র সবসময় অসহায় মানুষের মাঝে  সাহায্য করে থাকেন। গত করোনা কালেও সারাদেশে গণস্বাস্থ্য ৪০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন সম্প্রতি সিলেট- সুনামগঞ্জে বন্যার্তদের ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, পশুদের মাঝে গোখাদ্য বিতরণ এবং ১০টি ফ্রি মেডিকেল টিম ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেন।

এবার কোরবানির ঈদে আমরা ঢাকাসহ সারা দেশে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করবো। মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমরা গণস্বাস্থ্য কেন্দ্র গর্বিত।

ডা. মনজুর কাদির আহমেদ আরো বলেন, দেশের যারা  ধনবান তারা আমাদের মাধ্যমে হতদ্ররিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। গণস্বাস্থ্যে যেকোন দান আয়কর মুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়