অপূর্ব চৌধুরী: [২] নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এসব কর্মসূচিতে ছিল দোয়া মাহফিল আয়োজন, আনন্দ র্যালী ও সমাবেশ।
[৩] মঙ্গলবার (১৭ মে) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
[৪] এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।
[৫] এর পূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পুরান ঢাকায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দর্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :