মাসুদ আলম: [২] শুক্রবার র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, বুধবার রাতে রাজধানীর বনানী থেকে প্রতারক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব। গত ৫/৬ মাস আগে ভুক্তভোগী জিসান আলীর (২০) সঙ্গে প্রতারক জসিম উদ্দিনের পরিচয় হয়। জসিম নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে লোকজনকে চাকরি দিতে পারবে বলে প্রলোভন দেখায়।
[৩] তিনি আরও বলেন, ভুক্তভোগীকে সেনাবাহিনীর ইলেক্ট্রনিক ম্যান পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা দাবি করে। গত বছরের ২৪ নভেম্বর চাকরির জন্য মৌখিক চুক্তিতে জসিমকে দুই লাখ টাকা দেন ভুক্তভোগী। চলতি মাসের ১২ তারিখে চাকরিতে যোগদানের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানায়। ভিকটিম ১১ জানুয়ারি জসিমের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন জটিলতার কারণে নিয়োগপত্র দিতে পারবে না বলে জানায়।
[৪] তিনি বলেন, ভুক্তভোগীকে ২০ জানুয়ারি আবার যোগাযোগ করতে বলে জসিম। এরপর থেকে জসিম নানা অজুহাত দেখাতে থাকে। পরে ভিকটিম টাকা ফেরত চাইলে জসিম ভয়ভীতি দেখায়। জসিমের বাড়ি বগুড়ায়। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগো সম্বলিত ১৯টি খাকি ফাইল কভার ও পাঁচটি প্লাস্টিকের ফাইল কভার উদ্ধার করা হয়।জসিম মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা।