শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:৩০ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ২৫ বিলিয়নারি তাদের জীবদ্দশায় ১৬৯ বিলিয়ন ডলার দানের পরও শীর্ষ ধনী

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট থেকে শুরু করে জেফ বেজোস পর্যন্ত, বিলিয়ন বিলিয়ন দান করার পরও তারা এখনও আগের চেয়ে আরও ধনী। ফোর্বস

[৩] গত বছর এই ২৫ মার্কিন শীর্ষ ধনী দান করেছেন ১৪৯ বিলিয়ন ডলার।

[৪] এধরনের দানশীলতায় নেতৃত্ব দিচ্ছেন ওয়ারেন বাফেট, দ্বিতীয় স্থানে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। কোভিড গবেষণা এবং ভ্যাকসিন সহ দারিদ্র্য ও স্বাস্থ্যসেবায় ফাউন্ডেশনটি অকাতরে দার করেছে।

[৫] তৃতীয় স্থানে রয়েছেন ম্যাকেঞ্জি স্কট যিনি ৫শ প্রতিষ্ঠানকে ৫.৮ বিলিয়ন ডলার দিয়েছেন। অঙ্গীকার করেছেন ৮.৬ বিলিয়ন দানের।

[৬] গত বছর দুই নতুন বিলিয়নারি ফেসবুক সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মোস্কোভিৎজ এবং তার স্ত্রী ক্যারি টুনা ১ বিলিয়ন দান করে শীর্ষ দানশীলদের সঙ্গে যোগ দিয়েছেন।

[৭] এই ২৫ জন জনহিতৈষী এক বছর আগের তুলনায় একত্রে ১৫০ বিলিয়ন সম্পদ অর্জন করেছেন এবং গড়ে তাদের সম্পদ বৃদ্দি পেয়েছে ১৮ শতাংশ। এদের ১৭ জন দ্য গিভিং প্লেজ-এ স্বাক্ষর করেছেন যার অর্থ হচ্ছে তাদের জীবদ্দশায় বা মৃত্যুর পর তারা অর্ধেক সম্পদ দান করবেন।

[৮] এদের প্রায় দুই-তৃতীয়াংশ এখনও তাদের সম্পদের এক-চতুর্থাংশও দান করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়