শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:০৮ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসিতে ঢুকে মনে হচ্ছে যুদ্ধ হবে : ইলিয়াস কাঞ্চন

সাদেক আলী: এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে। এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো। শুক্রবার ভোটের দিন সকালে এফডিসিতে একথা বললেন সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন।

জানা গেছে, নির্বাচন উপলক্ষে এফডিসিতে মোট ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারের নির্বাচনে সকাল ৯টা ১৬ মিনিটে সবার প্রথম ভোট দেন ইলিয়াস কাঞ্চন। পরবর্তীতে অন্যান্য প্রার্থী, সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।

ভোট দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত ভালোই দেখছি সার্বিক অবস্থা। আর ভোটাররা আসলে আরও ভালোভাবে বোঝা যাবে।

এর আগে গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন কাঞ্চন-নিপুণ পরিষদের বেশ কয়েকজন সদস্য।

ইলিয়াস কাঞ্চন জানিয়েছিলেন, আমরা উনার (স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তাছাড়া আমাদের বিএফডিসি কিন্তু তার নির্বাচনী এলাকাতেই। আমাদের নির্বাচনটাও যেন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তিনি দিক নিদের্শনা দেন সেটাও আমরা বলেছি। তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।

বলে রাখা ভালো, গতবারের নির্বাচনে বাড়তি নিরাপত্তা নিয়ে ইলিয়াস কাঞ্চনের মতোই প্রশ্ন তুলেছিলেন শাকিব খান। চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়