নিউজ ডেস্ক: [২] করোনা মহামারি বদলে দিয়েছে স্বাভাবিক জীবনযাপনের হালচাল। বদলে গেছে বিয়ের চিরচেনা রূপ। মাস্ক হয়ে উঠেছে জীবনের অংশ। স্বাস্থ্যবিধি মেনে সব চললেও করোনার কারণে বন্ধ থাকছে স্কুল। তাই বিয়ের আসরে প্ল্যাকার্ড হাতে স্কুল খোলার দাবি জানিয়ে শিরোনামে এসেছেন এক বাংলা শিক্ষক। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘করোনাবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।’
[৩] ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাস নিজের বিয়ের আসরে স্কুল খোলার দাবি জানিয়েছেন।
[৪] অসীম দাস জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট হচ্ছে। তাই স্কুল খোলার দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ের আসরে বসেছেন।
[৫] তিনি বলেন, আমি নিজে স্কুলে শিক্ষকতা করি। সেখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার আর কোনো উপায় নেই। এতদিন ধরে স্কুল বন্ধ। ফলে তাদের পড়াশুনা ঠিকমতো হচ্ছে না। আমরা বেতন পাচ্ছি প্রতি মাসে, কিন্তু শিক্ষা? সেটাই বন্ধ হয়ে আছে। তাই অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো খোলা হোক।
[৬] কোভিডবিধি মেনেই বিয়ে করেন তিনি। বর-কনে হোক কিংবা আমন্ত্রিত, সবার মুখেই ছিল মাস্ক।
আপনার মতামত লিখুন :