শিরোনাম

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:৪২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংক্রমণের এক বছর পরও জটিলতা থাকছে: আইইডিসিআর

শিমুল মাহমুদ: [২] বাংলাদেশে যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, সুস্থ হয়ে ওঠার এক বছর পরও তাদের নানা ধরনের কোভিড পরবর্তী জটিলতা থেকে যাচ্ছে বলে উঠে এসেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইডিসিআরের এক গবেষণায়।

[৩] যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল- সিডিসির সহযোগিতায় আইইডিসিআরের ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি-বি) কোভিড-১৯ রোগীদের প্রাথমিক উপসর্গ এবং পরবর্তী জটিলতাগুলো নিয়ে এই গবেষণা করেছে। তবে কবে থেকে এবং কতজন রোগীর ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে তা জানায়নি আইডিসিআর।

[৪] গবেষণার বলা হয়েছে, দেশে কোভিড থেকে সেরে ওঠার ৩ মাস পর ৭৮ শতাংশের শরীরে এ ধরনের কোভিড পরবর্তী জটিলতা দেখা যাচ্ছে। এছাড়া ছয় মাস ৬ মাস পর ৭০ শতাংশ, নয় মাস পর ৬৮ শতাংশ এবং এক বছর পরও ৪৫ শতাংশ উত্তরাদাতা এ ধরনের জটিলতায় ভোগার কথা বলেছেন।

[৫] আইইডিসির জানিয়েছে, উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে যারা নিয়মিত ওষুধ সেবন করছেন, তাদের কোভিড পরবর্তী জটিলতার ঝুঁকি যারা ওষুধ সেবন করেন না, তাদের তুলনায় ৯ শতাংশ পর্যন্ত কমে যায়।

[৬] একইভাবে ডায়াবেটিস রোগীদের মধ্যে নিয়মিত ওষুধ সেবনকারীদের কোভিড পরবর্তী জটিলতার ঝুঁকি যারা ওষুধ সেবন করেন না তাদের তুলনায় প্রায় ৭ শতাংশ কমে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়