শওগাত আলী সাগর: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে খামোখা ষড়যন্ত্র খুঁজে লাভ নেই। এরা ভিসির বিরুদ্ধে আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে নয়। সরকার সেই আন্দোলনটিকে, আন্দোলনের সেন্টিমেন্টকে তাদের পক্ষে নিতে পারে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার মাধ্যমে। যে কোনো আন্দোলন থেকেই সরকার বিরোধী পক্ষ ফায়দা লুটার চেষ্টা করে, কিন্তু কার্যকর সরকার সেই চেষ্টা বানচাল করে পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখে।
সাবেক শিক্ষার্থীদের গ্রেফতার, ব্যাংক একাউন্ট বন্ধ- এইসব মোটেও কোনো কাজের কাজ না। যারা এইসব করার পরামর্শ দেয়, যারা তৃতীয় পক্ষে উসকানি খুঁজে তারা সরকারের সত্যিকারের বন্ধু নয়।
শাহজালালের আন্দোলনকে মানবিকতা দিয়ে সমাধান করুন, যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছান। কূট কৌশলে কোমলমতি ছেলেমেয়েদের অপবাদ দিবেন না।
আপনার মতামত লিখুন :