স্পোর্টস ডেস্ক: [২] অনেকেই মনে করেন, যার নামের পাশে একটি বিশ্বকাপ নেই, সে আবার বড়মাপের খেলোয়ার হয় কী করে? আসলেই কি কিংবদন্তি বা বড়মাপের খেলোয়াড় হলে বিশ্বকাপ জিততেই হবে? তবে ভারতের সাবেক হেড কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী এ কথার সঙ্গে মোটেই একমত নন।-জাগোনিউজ২৪
[৩] ভারতীয় দলের হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ায় ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ জয়সহ ঈর্ষণীয় সব সাফল্য আছে শাস্ত্রীর। কিন্তু তার অধীনে একটি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। তার দলের খেলোয়াড়রা কেন ব্যর্থ এই এক জায়গায়?
[৪] এ ব্যাপারে শাস্ত্রী বলেন, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, লক্ষ্মণ, রোহিতের মতো বড় খেলোয়াড়রা বিশ্বকাপ জেতেনি। তার মানে এটা নয় যে তারা খারাপ খেলোয়াড়। আমাদের মাত্র দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে। এমনকি (শচিন) টেন্ডুলকারও একটি বিশ্বকাপ জেতার আগে ছয়টিতে হেরেছিলেন।’
আপনার মতামত লিখুন :