নাহিদ হাসান: [২] সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর স্বীকৃত ক্রিকেটে খেলেছিলেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০২১ সালে কোনো ম্যাচেই খেলা হয়নি তার। দীর্ঘ ১ বছরের বেশী সময়, ৪০২ দিন পর বিপিএলের মঞ্চ দিয়ে মাঠে ফিরলেন এ তারকা পেস অলরাউন্ডার।-জাগোনিউজ২৪
[৩] এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে মিনিস্টার ঢাকার চতুর্থ ম্যাচে প্রথমবারের মতো মাঠে নেমেছেন দেশের ইতিহাসের সফলতম এ অধিনায়ক। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটকে মৌখিকভাবে বিদায় না জানালেও না ফেরার সম্ভাবনাই বেশি ম্যাশের।
[৪] ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল মাশরাফিকে। মাঝে ২০০২ সালে কোনো ম্যাচ খেলেননি তিনি।
আপনার মতামত লিখুন :