শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জের হাওরে বাঁধের কাজ শুরু করার দাবিতে বাচাঁও আন্দোলনের সংবাদ সম্মেলন

জাকারিয়া জোসেফ: [২] সময় সীমার এক মাস পেরিয়ে গেলে ও হাওরে ফসল রক্ষা বাঁেধর কাজ শুরু না হওয়ায় শংঙ্কা জানিয়ে দ্রুত বাঁধের কাজ শুরু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজেনে শহরের দৈনিক সুনামকণ্ঠের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৪] হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, হাওর বাচাঁও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল হক প্রমুখ।

[৫] এ সময় লিখিত বক্তব্যে জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন উল্লেখ করেন, সরকার কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে গেল বছরের ১৫ ডিসেম্বর ২০২১ সালে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ৭০১টি প্রকল্পের মাধ্যমে ৫২০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ সংস্কার ও মেরামতের জন্য ১১৭ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই বাঁধের কাজ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী শেষ হওয়ার কথা। কিন্তু বাঁ নির্মাণ কাজের সময়সীমার এক মাস পেরিয়ে গেলেও কোন হাওরে এখনো বাঁেধর কাজ শুরু না হওয়াতে শংঙ্কায় দিন কাটছে কৃষকদের।

[৬] তিনি আরো উল্লেখ করেন, কোথাও কোথাও এখনো পিআইসি গঠন প্রক্রিয়া শেষ হয়নি। অবিলম্বে বাঁেধর কাজগুলো শুরু করে স্বচ্ছতার সাথে বাঁেধর কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এই পিআইসি গঠন নিয়ে ও স্বজনপ্রীতি এবং কোন কোন বাঁধে ভূমিহীনদের ও পিআইসি কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে তা একমাত্র লুটপাঠের জন্য।

[৭] সময়মতো বাঁেধর কাজ শুরু ও সম্পন্ন না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ও হুঁশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়