শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:২১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার আমতলীতে দুষমী সাবানিয়া খালে লিজ দেওয়ায় কৃষকদের ভোগান্তি

জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলী উপজেলার কুলাইর চর গ্রামের দুষমী সাবানিয়া খাল লিজ দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। এ খালের দুই পাড়ের কয়েক শত একর জমিতে পানি ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ কৃষকদের।

[৩] উপজেলার হলদিয়া ইউনিয়নের দুষমী সাবানিয়া খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করে থাকেন। গত দুই পূর্বে এলাকার রাশেদুল ইসলাম (রেজাউল) বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত লিজ নিয়ে মাছ চাষ করছেন। এলকার কৃষকরা তরমুজ ও ইরি মৌসুমে খালের পানি ব্যবহার করতে গেলে কৃষকদের মারধর ও মিথ্যা মামলা দিয়েছে একাধিক। তারা অবিলম্বে খালের লিজ বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

[৪] কুলাইর চরের মোঃ জিয়াউল ইসলাম জোসেফ তালুকদার বলেন, এ খালটি লিজ দেওয়ায় কৃষকরা জমি চাষাবাদ করতে পারছেন না। এ লিজ বাতিল করা হোক।

[৫] হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, লিজ দিয়েছে সরকার কিন্তু এ খালের পানি ব্যবহার করতে না পাড়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। লিজ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছি।

[৬] আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠো ফোনে বলেন, কৃষকদের অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়