রাশিদুল ইসলাম : [২] কাপড়ের তৈরি মাস্ককে ঝুঁকিপূর্ণ মনে করছে লসএ্যাঞ্জেলস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট। শিক্ষার্থীদের বলা হচ্ছে কাপড়ের তৈরি মাস্ক দীর্ঘ সময়ের জন্যে ভাল না। আরটি
[৩] স্কুল ডিস্ট্রিক্ট ঘোষণা করেছে সবসময় শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে, ঘরে ও বাইরে। কাপড়ের তৈরি নয় এমন সার্জিক্যাল মাস্ক যা ভালভাবে মুখে ফিট হয় এমন মাস্কই পরতে হবে।
[৪] স্কুল ডিস্ট্রিক্টের মুখপাত্র শ্যানন হাবের বলেন যদিও স্কুলে কোভিড সংক্রমণ কমেছে তারপরও আরো নিরাপদ পরিবেশ গড়তে মাস্ক নিয়ে এধরনের সাবধানতা অব্যাহত রাখতে হবে।
[৫] শ্যানন জানান, কম কার্যকর হওয়ায় ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাপড়ের তৈরি মাস্ক পড়তে মানা করা হয়েছে।
[৬] একই সঙ্গে লস এ্যাঞ্জেলস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদের বসন্তকালে সাপ্তাহিক কোভিড টেস্ট, স্কুল কর্মচারিদের ভ্যাকসিন স্ট্যাটাস ও সকল শিক্ষার্থীদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলেছে।
আপনার মতামত লিখুন :