স্পোর্টস ডেস্ক : [২] চোট যেন পিছুই ছাড়ছে না আনসু ফাতির। এরই মধ্যে বেশ কয়েকবার অস্ত্রোপচার করানো তরুণ এই ফরোয়ার্ডকে আবারও যেতে হতে পারে শল্যবিদের কাছে। বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস জানালেন, করণীয় নিয়ে কাজ করছে ক্লাব।
[৩] কোপা দেল রের শেষ ষোলোয় গত বৃহস্পতিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলে হারের ম্যাচে ঊরুর চোটে পড়েন ফাতি। এই চোটে পড়ার আগে দুই মাস বাইরে থাকার পর গত ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে মাঠে ফিরেছিলেন তরুণ এই ফরোয়ার্ড। - বিডিনিউজ
[৪] রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আবারও চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসির পর বার্সেলোনার নতুন এই ‘নাম্বার টেন। পরে শুক্রবার (২১ জানুয়ারি) বার্সেলোনার ওয়েবসাইটে ফাতির বাঁ ঊরুর ‘ফেমোরাল বাইসেপ’-এ চোট পাওয়ার কথা জানানো হয়। স্পেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ধাপে চার থেকে ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডকে।
আপনার মতামত লিখুন :