শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০২:৪৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোশাররফ-পার্নো এখন নওগাঁয়

আশরাফুল নয়ন: [২] দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন সিনেমা ‘বিলডাকিনি’। জানুয়ারির প্রথম থেকে সিনেমার শুটিং চলছে নওগাঁর আত্রাইয়ে। ১২ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। বুধবার বিকেল থেকে সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

[৩] সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। তুহিন প্রতিদিনের সংবাদকে বলেন, আজ (বৃহস্পতিবার) সারাদিন আমরা নওগাঁর আত্রাই নদীতে শুটিং করছি। সন্ধ্যায় আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর রবীন্দ্র কাচারী বাড়িতেও হবে শুটিং। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আমরা এখানেই থাকব।

[৪] সিনেমার লোকেশন হিসেবে নওগাঁকে বেছে নেয়ার কারণ জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘গল্পের সঙ্গে নওগাঁর আত্রাই নদী ও পতিসর কাচারি বাড়ির মিল রয়েছে। আর এখানকার লোকেশনগুলো অনেক চমৎকার যার কারণে এখানে শুটিং করছি। আমাদের প্রায় ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে।

[৫] অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘নওগাঁ চমৎকার একটি জেলা। এ জেলার প্রকৃতি, নদী, মানুষ, খাবার সব কিছুই অসাধারণ। শুটিংয়ের এই কয়েক দিনেই সবকিছু অনেক আপন মনে হয়েছে। খুব ভালো লাগছে। সময়গুলো খুব উপভোগ করছি।

[৬] ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্র বলেন, বাংলাদেশে এর আগেও কয়েকবার এসেছিলাম। তবে নওগাঁ জেলায় এই প্রথম সিনেমার শুটিং করতে এসেছি। বাংলাদেশের সব কিছুই আমার অনেক ভালো লাগে। আর নওগাঁয় এই প্রথম এসেছি। এই জেলাটি অনেক সুন্দর। এখাকার মানুষ,নদী, ফসলের দিগন্তজোড়া মাঠ অনেক চমৎকার। আর নওগাঁর আত্রাইয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মতি বিজরিত পতিসর কাচারী বাড়ি আছে। আমি ঘুরে ঘুরে দেখলাম। সব মিলে খুব ভালো লাগছে।

[৭] নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। অন্ধকারাচ্ছন্ন এক জনপদের গল্প এটি। এক নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পড়া নিয়ে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প বিলডাকিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়