শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১২:২৬ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখ ফস্কে ‘বেটি পটাও’ বলে বিড়ম্বনায় মোদি, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

অনলাইন ডেস্ক: [২] ভুলক্রমে মুখ থেকে বেড়িয়ে গেছে ভুল উচ্চারণ। আর তাতেই পেয়ে বসেছেন নেটিজেনরা। সামান্য বানান বিভ্রাটের পর ট্রলের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতা দিতে গিয়ে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে তিনি বলছেন ‘বেটি পটাও’। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটারে মোদিকে নিয়ে ছড়িয়ে পড়ে কটাক্ষ ও মিমের বন্যা। কয়েকদিন আগেই এক আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রান্তিতে নাজেহাল হয়েছিলেন মোদি। এ বার তারই স্বপ্নের প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ হয়ে গেল ‘বেটি পটাও’!

[৩] বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন মোদি। সেখানে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে মুখ ফস্কে মোদি ‘বেটি পটাও’ বলেছেন!মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে মোদির টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বাঁচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

[৪] এই মিমগুলির মধ্যে বেশ কয়েকটিতে তাঁর টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেওয়াকেও কটাক্ষ করা হয়। এক জন লেখেন, ‘বেটি বচাও, বেটি পটাও এখন বিজেপি-র স্লোগান। ওই দলটির থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না।’ আর এক জন ওই বক্তব্যের সঙ্গে রাহুল গাঁধীর একটি ছবি জুড়ে লিখেছেন, ‘আমার জন্য পাত্রী দেখুন।’

https://twitter.com/KingOfPunjabG/status/1484127947498082306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484127947498082306%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpuberkalom.com%2Findia-modis-slip-of-tongue-on-beti-slogan%2F

https://twitter.com/RoflGandhi_/status/1484048107574759426?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1484048107574759426%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpuberkalom.com%2Findia-modis-slip-of-tongue-on-beti-slogan%2F

  • সর্বশেষ
  • জনপ্রিয়