শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১২:০০ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক্স রে রিপোর্টেই জানা যাবে করোনা সংক্রমিত কিনা

আখিরুজ্জামান সোহান: [২] বর্তমানে কোভিড পরীক্ষা করাতে গলা এবং নাক থেকে নমুনা নিয়েই সংক্রমণ পরীক্ষা করা হয়। তবে এবার ৯৮ শতাংশ সঠিক পরীক্ষা করা সম্ভব হবে স্টেফ এক্সরে করেই। স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছেন।

[৩] স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই পরীক্ষা আবিষ্কার করেছেন। যার সাহায্যে মাত্র দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট জানা যাবে। এতে বুকের এক্সরে করলেই জানা যাবে কেউ করোনা পজিটিভ না নেগেটিভ। খরচও হবে অনেক কম। তাছাড়া পিসিআর পরীক্ষায় রিপোর্ট পেতে ২৪ ঘণ্টা কমপক্ষে সময় লাগে। এই কারণে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয় না। রিপোর্ট না পেলে হাসপাতালে ভর্তি নেয় না। সেদিক থেকে স্কটল্যান্ডের বিজ্ঞানীদের আবিষ্কার সহজলভ্য হলে সারাবিশ্বের উপকার হবে।

[৪] এই গবেষণার পুরোভাগে ছিলেন এক মুসলিম অধ্যাপক। নাম নঈম রমযান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের এফেক্টিভ অ্যান্ড হিউম্যান কম্পিউটিং ফর স্মার্ট এনভায়ারনমেন্ট রিসার্চ সেন্টারের অধিকর্তা। তার সাথে এই গবেষণায় ছিলেন গ্যাব্রিয়েল ওকোলো এবং ড. স্টম্যাস কাটসিগিয়ানিস।

[৫] সবচেয়ে বড় কথা, বর্তমানে যে প্রচলিত পিসিআর পরীক্ষা রয়েছে তাতে ৭০ থেকে ৭৫ ভাগ ঠিক রিপোর্ট আসে। অধিকাংশ ক্ষেত্রেই ভুলভাবে পজিটিভ রিপোর্ট চলে আসে। ফের পরীক্ষা করলে দেখা যাবে নেগেটিভ। কিন্তু ফের পরীক্ষা করার সামর্থ্য সকলের কুলোয় না। কারণ পরীক্ষার খরচও অনেক। সেক্ষেত্রে এই নতুন পরীক্ষার রিপোর্ট ৯৮ শতাংশ সঠিক হবে বলে দাবি করা হয়েছে।

[৬] সাধারণ বুকের এক্সরেতেই তেই একটু উন্নত বিষয় সংযুক্ত করে এই পরীক্ষা করা হবে।

সূত্র : পুবের কলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়