নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই সাথে, উক্ত জেলায় ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি পুনর্গঠন কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাইজিংবিডিকে স্থগিতাদেশের সত্যতা নিশ্চিত করেছেন স্থগিত হওয়া কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি স্থগিত সাথে উক্ত জেলায় ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি পুনর্গঠন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন।
আপনার মতামত লিখুন :