সুজন কৈরী: [২] বুধবার রাতে এই অভিযান চালায় র্যাব-১০। আটকরা হলেন- রাসেল হোসেন (৩২) ও মাইদুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে ৭টি জাল সার্টিফিকেট, ১৩পিস জাল সার্টিফিকেট তৈরির বিশেষ ধরনের কাগজ, সিপিইউ, হার্ডডিস্ক, ইউএসবি হাব, কী-বোর্ড-মাউস, স্ক্যানার, মনিটর, প্রিন্টার ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
[৩] র্যাব জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন। তারা টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :