বগুড়া প্রতিনিধি : [২] শহরের তিনমাথা রেলগেটের পুরান বগুড়া এলাকায় ট্রেনের ধাক্কায় জোহরা বেওয়া (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
[৩] নিহত জোহরা বেওয়া ওই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।
[৪] জানা যায়, জহুরা বেওয়া রেল লাইনের আশপাশে লোহা কুড়োনোর কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে তিনি সেই উদ্দেশ্য এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি পাথরের উপরে ছিঁটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[৫] পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :