শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৯:৪৬ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ

জিএম মিজান: [২] বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তারকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দোতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তার বাদী হয়ে বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামসহ ৭জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রকল্প বিভাজনের জন্য উপজেলা পরিষদে স্টেট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্ম সূচির সভা অনুষ্ঠিত হয়। সে সভায় নারী ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তারও উপস্থিত হয়। এ সময় প্রকল্প নিয়ে কথা হলে ফাইমা আক্তারের সঙ্গে বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলামের বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

[৪] সভা শেষে মহিলা ভাইস চেয়ারম্যান প্রকল্প কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গেলে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যানকে এলোপাতাড়িভাবে মারপিট করে পরনের কাপড় ধরে টানা-হ্যাঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এসময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে তার সঙ্গী পলাশসহ আরও ৪/৫ জন ছিল। তারা অস্ত্র বের করে প্রাণ নাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তিনি ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে থানার গেটে অবস্থান নেয়। বিয়ষটি জানান পর রাত পৌনে ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা এসে তাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়।

[৫] বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, 'স্টেট রিলিফ-কাবিখার প্রকল্প বিভাজন সভায় মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা ইউপি চেয়ারম্যানদের কাছে চাঁদা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দাবি করে। ইউপি চেয়ারম্যানরা তা দিতে অস্বীকার করায় তিনি সবাইকে গালিগালাজ করেন। এতে করে চেয়ারম্যানদের সম্মানহানি হওয়ায় তাকে ধমক দেওয়া হয়েছে। মারপিট বা শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।'

[৬] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এ প্রতিবেদক-কে বলেন, আমার কক্ষের বাইরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা দেখছি। ঘটনার পর ভাইস চেয়ারম্যান থানা গেটে অবস্থান নিয়েছে এমন সংবাদ শুনে রাতেই থানা গেটে গিয়ে তাকে বুঝিয়ে বাড়ীতে পাঠিয়ে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়