শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৪:৫৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের অর্থে কনটেন্ট নির্মাণ থেকে পিছু হটছে ইউটিউব

অনলাইন ডেস্ক: নিজস্ব কনটেন্ট নির্মাণে খরচের খাতায় লাগাম টানতে যাচ্ছে ইউটিউব। আগামী দিনগুলোয় কেবল ব্ল্যাক ভয়েসেস ও ইউটিউব কিডস ফান্ডসের অনুষ্ঠানগুলোর তহবিল জোগান দেবে শীর্ষ ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। খবর টেক টাইমস।

ইউটিউব অরিজিনালস হিসেবে পরিচিত কনটেন্টের মধ্যে ছিল ইউটিউব সিরিজ, শিক্ষামূলক ভিডিও, গান ও সেলিব্রিটিদের অংশগ্রহণে নানা অনুষ্ঠান। সম্প্রতি টুইট করে এ পরিবর্তনের খবর জানিয়েছেন ইউটিউবের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রবার্ট কিনসল।

সামনের দিনগুলোয় কেবল ইউটিউব কিডস ফান্ড ও ব্ল্যাক ভয়েসেস ফান্ডের অধীনে কনটেন্ট নির্মাণ করবে ইউটিউব। ২০২০ সালে কৃষ্ণাঙ্গ নির্মাতাদের প্রচার বাড়ায় ওই প্রকল্পের অধীনে ১০ কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল ইউটিউব।

টুইটে কিনসলে লেখেন, দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে নতুন নতুন সুযোগ তৈরি হয় এবং এখন আমাদের বিনিয়োগগুলো ক্রিয়েটর শর্টস ফান্ড, ব্ল্যাক ভয়েসেস ফান্ডের মতো অন্যান্য উদ্যোগে আরো বেশিসংখ্যক নির্মাতার ওপর বড় প্রভাব ফেলতে পারবে।

ছয় বছর প্রযোজনায় থাকলেও উল্লেখ করার মতো তেমন কোনো অনুষ্ঠান তৈরি করতে পারেনি গুগল নিয়ন্ত্রণাধীন প্লাটফর্মটি। ২০১৬ সালে সুসান ড্যানিয়েলসের নেতৃত্বে শুরু হয়েছিল ইউটিউব অরিজিনালস। কনটেন্ট নির্মাতাদের কেন্দ্রে রেখে কয়েকটি সিনেমা ও স্ক্রিপ্টেড শো বানালেও বাজারে অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন সময়ে কৌশল পাল্টেছে প্লাটফর্মটি।

ইউটিউবের প্রযোজনা থেকে পিছিয়ে আসার পাশাপাশি ঘোষণা এসেছে ড্যানিয়েলসকে নিয়েও, মার্চে ইউটিউব ছাড়ছেন তিনি। কনটেন্ট প্রযোজনা কমিয়ে আনার সিদ্ধান্তে তিনিও একমত ছিলেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়