রাশিদুল ইসলাম : [২] ওমিক্রন ধরনটির মধ্য দিয়েই প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি পর্ব শেষ হবে এমনটাই বলছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। করোনা এরপর সাধারণ রোগের (এনডেমিক) স্তরে পৌঁছাতে পারে। সিএনএন
[৪] ফাউচি সতর্ক করে এও বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।
[৫] ফাউচি বিশ্ব অর্থ নৈতিক ফোরামে ভার্চুয়াল বক্তব্যে বলেন, ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর অর্থ হলো, ওই এলাকায় রোগটি থাকবে, মানুষ আক্রান্তও হবে। তবে, এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম। এ রোগের ব্যবস্থাপনাও সহজ হবে।
[৪] ফাউচির মতে, ডেলটা ধরনের কিছু বৈশিষ্ট্য ওমিক্রনে দেখা যাচ্ছে না, এটা আমাদের জন্য সৌভাগ্যের।
আপনার মতামত লিখুন :