মাকসুদ রহমান: [২] আজ (বুধবার) অস্ট্রেলিয়ান ওপেনের নারী ডাবলস থেকে বিদায় নেওয়ার পরেই সানিয়া মির্জা জানিয়ে দিলেন, এই বছরই শেষ বারের মতো কোর্টে দেখা যেতে চলেছে তাকে। আনন্দবাজার
[৩] সতীর্থ নাদিয়া কিচেনককে নিয়ে অস্ট্রেলিয় ওপেনে মহিলাদের ডাবলসে নেমেছিলেন সানিয়া মির্জা। কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির কাছে প্রথম রাউন্ডেই বিদায় নেন সানিয়া ও নাদিয়া। তার পরেই সাংবাদিক বৈঠকে সানিয়া বলেন, ঠিক করেছি এটাই আমার শেষ মৌসুম হতে চলেছে। প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কিনা জানি না। কিন্তু চেষ্টা করবই।
[৪] ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির রয়েছে সানিয়ার। ডাবলসে অতীতে শীর্ষস্থানে ছিলেন তিনি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তার। ক্যারিয়ারে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে সানিয়ার।
আপনার মতামত লিখুন :