মহসীন কবির: [২] বুধবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, আগামীকাল থেকে ১ হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে।
[৩] তিনি বলেন, ‘মন্ত্রণালয় ও অধিদপ্তরের মনিটরিং টিমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। উপজেলা ও জেলা পর্যায়ে মনিটরিং টিম করা হবে। কোনো মজুতদার যদি মজুত করে থাকে, সেটাও চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দরকার হলে তাদের মোবাইল কোর্ট করা এবং মজুত থাকলে তাদের বিরুদ্ধে মামলার করার নির্দেশনা দিয়েছি। আমরা টাস্কফোর্স করে মন্ত্রণালয়ে কন্ট্রোল রুমও করেছি।’
আপনার মতামত লিখুন :