শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নুর উদ্দিন: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদিহয়ে আবদুল কাইয়ুম সজিব নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

[৩] মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অপহরণ নাকি স্বেচ্ছায় চলে যাওয়া তার তদন্ত অব্যাহত আছে।

[৪] ছাত্রীর মা জানান, তার মেয়ে হাজারীহাট হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ে। কিছুদিন ধরে চরহাজারী ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুল হালিমের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল কাইয়ুম সজিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ১৪ জানুয়ারি মেয়েকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছে জানতে পেরে সন্ধ্যায় সজিব তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

[৫] তিনি আরও জানান, আমার মেয়ের সঙ্গে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ছিল। অপহরণকারীরা আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। তাকে উদ্ধার করা না গেলে তারা আমার মেয়েকে মেরে ফেলবে।

[৬] অভিযুক্তের বাবা মেম্বার প্রার্থী আবদুল হালিম বলেন, এটি আমাকে নির্বাচনের মাঠে হেয় করার জন্য আমার প্রতিপক্ষের ইন্ধনেমেয়ের মা এমন অভিযোগ তুলছেন। আমার ছেলে মেয়ে অপহরণ করলে পলাতক থাকতো। কিন্তু সে এখনো প্রকাশ্যে এলাকায় রয়েছে।

[৭] তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবদুল কাইয়ুম সজিবকে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

[৮] এলাকাবাসী জানান, ওইস্কুল ছাত্রী তার মায়ের আগের সংসারের হওয়ায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে। যে বা যারা তাকে তুলে নিয়েছে তাদের খুঁজে বের করা এবং স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়