শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নুর উদ্দিন: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদিহয়ে আবদুল কাইয়ুম সজিব নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

[৩] মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অপহরণ নাকি স্বেচ্ছায় চলে যাওয়া তার তদন্ত অব্যাহত আছে।

[৪] ছাত্রীর মা জানান, তার মেয়ে হাজারীহাট হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ে। কিছুদিন ধরে চরহাজারী ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুল হালিমের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল কাইয়ুম সজিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ১৪ জানুয়ারি মেয়েকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছে জানতে পেরে সন্ধ্যায় সজিব তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

[৫] তিনি আরও জানান, আমার মেয়ের সঙ্গে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ছিল। অপহরণকারীরা আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। তাকে উদ্ধার করা না গেলে তারা আমার মেয়েকে মেরে ফেলবে।

[৬] অভিযুক্তের বাবা মেম্বার প্রার্থী আবদুল হালিম বলেন, এটি আমাকে নির্বাচনের মাঠে হেয় করার জন্য আমার প্রতিপক্ষের ইন্ধনেমেয়ের মা এমন অভিযোগ তুলছেন। আমার ছেলে মেয়ে অপহরণ করলে পলাতক থাকতো। কিন্তু সে এখনো প্রকাশ্যে এলাকায় রয়েছে।

[৭] তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবদুল কাইয়ুম সজিবকে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

[৮] এলাকাবাসী জানান, ওইস্কুল ছাত্রী তার মায়ের আগের সংসারের হওয়ায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে। যে বা যারা তাকে তুলে নিয়েছে তাদের খুঁজে বের করা এবং স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়