শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০২:০১ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আজ

নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৯ জানুয়ারি)।

মঙ্গলবার বিকেলে লালমাটিয়া হাউজিং সোসাইট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যখনই কথা হয়, মিয়ানমার খালি শোনে, কিন্তু জবাব দেয় না। বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার আঙুলের ছাপ নিবন্ধন সম্পন্ন করে সেই তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মিয়ানমার যাচাই-বাছাই করেছে মাত্র ৪২ হাজার জনের।

তিনি বলেন, ‘এ প্রেক্ষাপটে আগামী ১৯ জানুয়ারি ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সংকটের স্থায়ী সমাধান দ্রুততম সময়ে নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচিত হবে। আশা করি এ বৈঠক সফল হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বৈঠক সম্পর্কে জানান, এই বৈঠক গত ৯ অথবা ১০ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু পরে মিয়ানমার বৈঠক পিছিয়ে দেয়। সে সময় তারিখ পেছানোর কারণ হিসেবে তারা বলে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারে অবস্থান করছেন। এরপর মিয়ানমারই ১৯ জানুয়ারি বৈঠকের তারিখ নির্ধারণ করে এবং বৈঠকটি ঢাকায় হবে বলে জানায়। তিন দেশের এ বৈঠকটি হবে সচিব পর্যায়ে।

তিনি আরও বলেন, ‘২০২০ সালের ২০ জানুয়ারি সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। ওই বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছিল। মিয়ানমার তাদের ভাষায় একটা বুকলেট প্রকাশ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তী সময়ে কোভিড-১৯ এবং নির্বাচনের কারণে বৈঠকও আর হয়নি, প্রত্যাবাসনেরও অগ্রগতি হয়নি। তবে এবারের বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আশা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়