সালেহ্ বিপ্লব: [২] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী প্রাক সোখোনে এই আশ্বাস দিয়েছেন। বাসস
[৩] উপ-প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের ১১ লাখ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় হৃদয়ের' পরিচয় দিয়েছে।
[৪] ড. মোমেন কম্বোডিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করায় এবং মিয়ানমারে আসিয়ান চেয়ারের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় তার কম্বোডিয়ান প্রতিপক্ষকে অভিনন্দন জানান।
[৫] মোমেন বলেন, কম্বোডিয়া আসিয়ানে চেয়ারম্যান পদ লাভ করায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে।
আপনার মতামত লিখুন :