স্বপন দেব: [২] কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে একটি অগভীর জলাশয় থেকে আফিয়া বেগম (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] তিনি আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঘটনাস্থল থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
[৪] কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, আফিয়া বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেনা। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: শান্ত মজুমদার
আপনার মতামত লিখুন :