শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রমেই জনপ্রিয় হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

সুজিৎ নন্দী: [২] বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অধীনে চালু হয়েছে ‘ঢাকা নগর পরিবহন’ সেবা। প্রাথমিক অবস্থায় ‘ঘাটারচর-কাঁচপুর’ রোডে এই সেবা চালু হয়েছে। সুশৃঙ্খলভাবে পরিচালনা হচ্ছে ঢাকা নগর পরিবহন। বিশেষ করে যাত্রী কম থাকলেও আলাদা কোনো চাপ নেই এই বাসের চালক এবং সহকারীদের মধ্যে।

[৩] রাজধানীর এই রুট ঘুরে দেখা গেছে, প্রাথমিকভাবে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস চলাচল করছে। প্রতিটির গায়ে ঢাকা নগর পরিবহন লেখা রয়েছে। দ্রুতই এই বহরে আরও ৫০টি বাস যুক্ত করা হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসগুলো যাত্রী পরিবহন করছে।

[৪] এদিকে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পুরো পথের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। শুরুতে প্রতি কিলোমিটারে ২টাকা ১৫ পয়সা করে ভাড়া আদায় করা হচ্ছে। আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই পরিবহন সুবিধা চালু করা হয়েছে।

[৫] সকাল ৬টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘পিক টাইম’ নির্ধারণ করা হয়েছে। এই সময় ৫ মিনিট পর পর যাত্রী ছাউনিতে বাস এসে দাঁড়াচ্ছে।। অন্য সময় আসবে প্রতি ১০ মিনিট পর পর।

[৬] নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রীরা ওঠানামা করতে পারবেন না এবং তা করাও হচ্ছে না। কয়েক জায়গায় যাত্রীরা যত্রতত্র উঠতে বা নামতে চাইলেও তাদের নির্দিষ্ট স্টপেজ ছাড়া ওঠানো বা নামানো হচ্ছে না।

[৭] ২৭ ডিসেম্বর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পরিবহনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সড়কে যদি শৃঙ্খলা না আনতে পারি সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। আগামীতে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়