শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসের প্রথম সপ্তাহে করোনা শনাক্তের সর্বোচ্চ হার রাজশাহীতে

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। চলতি জানুয়ারিতে করোনা শনাক্তের সর্বোচ্চ হার জানিয়েছে রোববারের রিপোর্টে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বলে জানাচ্ছে জেলা সিভিল সার্জন দফতর।

[৩] সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, জানুয়ারির প্রথম সপ্তায় (১ থেকে ৭ জানুয়ারি) জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। করোনা শনাক্তের শতকরা হার ছিলো ৭ দশমিক ৮১ শতাংশ। দ্বিতীয় সপ্তায় সংক্রমণ বেড়েছে অন্তত ২ শতাংশ। ৮ থেকে ১৪ জানুয়ারি জেলায় ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। এই সপ্তাহে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৯২ শতাংশ।

[৪] দপ্তর আরও জানায়, ১ জানুয়ারি জেলায় ১৪২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ধরা পড়ে। করোনা শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। পরদিন এক লাফেই শনাক্তের হার দাঁড়ায় ৫ দশমিক ৪৫ শতাংশে। এরপর থেকে ক্রমেই বাড়ছে শনাক্তের হার। গত ৭ জানুয়ারি শনাক্তের হার নেমে আসে ২ শতাংশের নিচে। সেদিন নমুনা কম পরীক্ষা হওয়ায় শনাক্তের হারও কমে যায়। ১০ থেকে ১৪ জানুয়ারি ৫ দিনের মধ্যে চারদিনই করোনা শনাক্তের হার প্রায় ১২ শতাংশের কাছাকাছি। সর্বশেষ ১৬ জানুয়ারি রেকর্ড ৩৩ দশমিক ১৯ শতাংশ করোনা ধরা পড়ে।

[৫] এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এটি করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

[৬] সর্বশেষ সোমবার (১৬ জানুয়ারি) রাজশাহীর দুটি ল্যাবে ২০২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৬২ জনের। যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩০ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের পজেটিভ আসে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়