শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:২৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী কোভিড সংক্রমণ শনাক্তের হার ৩০ দশমিক ৬৯ শতাংশ

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ। জেলায় একদিনে রেকর্ড করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে শীর্ষ জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন দুইজন কর্মকর্তাও রয়েছেন।

[৩] সর্বশেষ সোমবার (১৬ জানুয়ারি) রাজশাহীর দুটি ল্যাবে ২০২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৬২ জনের। যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩০ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের পজেটিভ আসে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

[৪] এর আগের দিন রোববার (১৬ জানুয়ারি) রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জনের। যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ। শনিবার রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিলো ২২৮ জনের। এর মধ্যে আক্রান্ত রোগী শনাক্ত ছিল ২২ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে ওইদিন শনাক্তের হার ছিল ০৯ দশমিক ৬৫ শতাংশ। অথচ একদিনের ব্যবধানে সংক্রমনের হার দাড়িয়েছে ৩৩ শতাংশের উপরে।

[৫] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ রাজশাহীর দুটি ল্যাবে ২০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে জেলার ১০৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়াও হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে ৪১ জনের করোনা পজেটিভ আসে।

[৬] ইতোমধ্যে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসক ডা. মো. শামীম হোসাইন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়