সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৪৬০পিস ইয়াবা, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুড়িয়া গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১ গ্রাম আইস ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
[৩] ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্নস্থানে এই অভিযান চালায় বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
[৪] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে।
[৫] এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় রোববার রাতে শাহাবুদ্দিন ওরফে শুভ নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :