শিরোনাম

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:২৯ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমজমাট শিল্পী সমিতির নির্বাচন

ইমরুল শাহেদ: নির্বাচনকে কেন্দ্র করে এখন নবীন-প্রবীণ শিল্পীদেরে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এফডিসি চত্বর। কারো কারো রয়েছে এন্তার অভিযোগ। রোববার দেখা হলো ‘রঙ্গীন রুপবান’ ছবির তাজেল কন্যা নিশাতের সঙ্গে। তিনি বলেন, ছেলেমেয়ে সংসার নিয়ে তিনি অনেকের চাইতে অনেক ভালো আছেন। কিন্তু তারপরও তিনি একজন শিল্পী। এই শিল্প থেকেই তার পরিচিতি এসেছে। মৌসুমী যখন নানা যুক্তিতে সবাইকে বুঝাতে চেষ্টা করছেন, তিনি কেন মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করছেন এবং মহামারির সময় প্যানেলটির ভূমিকার প্রশংসা করছিলেন, তখন নিশাত বলেছেন, এতো বছরেও কেউ তার খোঁজ নেয়নি। নির্বাচন এলেই শিল্পী সমিতি থেকে সকলের খোঁজ নেওয়া হয়।

কিন্তু নির্বাচনের পর আর কেউ কাউকে চেনেন না। দেখলেও মুখ ঘুরিয়ে নেন। কল্পনা নামে একজন অভিনেত্রী অভিযোগ করেন, তিনি গত নির্বাচনি মেয়াদে গ্রামের বাড়িতে থাকায় সমিতির চাঁদা দিতে পারেননি। তখন তার সদস্য পদ স্থগিত হয়ে যায়। এখন তিনি ঢাকা ফিরেছেন। সমিতির চাঁদা পরিশোধ করতে গেলেও তার চাঁদা গ্রহণ করা হয়নি। তাকে বলা হয়েছে, সময় চলে গেছে, আগে আসলে হয়তো হতো। এমনি আরো অনেকের অনেক অভিযোগ। অন্যদিকে রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এদিন সন্ধ্যায় অনেক তারকার সমাগম হয় এফডিসিতে। এ সময়টাতে তারকা ছাড়াও এফডিসি চত্বর বহিরাগতদের স্বর্গরাজ্যে পরিণত হয়। এফডিসি এখন ভরে গেছে ইউটিউবারে। এনড্রয়েড ফোন আর ক্যামেরার আধিক্যে তারকারা খুবই বিরক্ত। রোববার সন্ধ্যায় নায়ক ইলিয়াস কাঞ্চন এফডিসির ক্যান্টিন থেকে শুরু করে গোটা এফডিসিতেই চক্কর দেন। তখন তার সঙ্গে অনেক লোক ছাড়াও ছিল ক্যামেরার অনুসরণ। এই বছরের নির্বাচনের লক্ষ্যণীয় বিষয় হলো, কোনো প্যানেল কোনো প্যানেলের বিরুদ্ধাচরণ করে কথা বলছে না। দুই প্যানেলের প্রার্থীরা দুই প্যানেলের বসার স্থানে যাচ্ছেন এবং আড্ডা দিচ্ছেন। তারা এমন কথাও বলছেন, ‘দিন শেষে আমাদের পরিচয় আমরা শিল্পী এবং সহকর্মী’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়