শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০৯:২১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঘের শীতেও বাণিজ্য মেলায় আইসক্রিম বিক্রি বাড়ছে

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আইসক্রিম প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানিগুলোর প্যাভিলিয়ন দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। আইসক্রিম প্রস্তুতকারক কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, তাদের লক্ষ্য ব্রান্ডের প্রচার ও প্রসার। নিজেদের ব্রান্ডের প্রচারের জন্য বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। ক্রেতারাও এই অফারগুলো লুফে নিচ্ছেন। আইসক্রিমের প্যাভিলিয়নের দিকে তাকালে মনেই হবে না এখন মাঘ মাস চলছে। টিবিএস

[৩] স্যাভয়ের বিক্রয় কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আইসক্রিম এখন নিয়মিত পণ্যে পরিণত হয়েছে। মেলায় এসে অনেকেই আইসক্রিম খাচ্ছেন। আমাদের শাহী ক্ষীর আইসক্রিম ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। ক্রেতারা আমাদের ধারণার চেয়েও বেশি কিনছেন। মেলা শুরুর ৫ দিন পর থেকে মূলত আমাদের বিক্রি শুরু হয়েছে। প্রতিদিনই বিকালের দিকে ভীড় বাড়ে। বিশেষত বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন অনেক বেশি ভীড় থাকে। বিক্রিও অনেক বেশি হয়।

[৪] ইগলুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাভেদ খান বলেন, আমাদের প্যাভিলিয়নে ২০ টাকার আইসক্রিমও অনেক। আইসক্রিমের বিক্রি দিন দিন বেড়েই চলেছে। তবে দর্শনার্থীর সংখ্যা ও বিক্রি বেশি হত আগারগাঁওতে। সেখানকার তুলনায় এখানে বিক্রি দুই তৃতীয়াংশ।

[৫] গুলশান থেকে সপরিবারে মেলায় এসেছেন বিপুল সরকার। পরিবারের সাতজনকে নিয়েই আইসক্রিম খাচ্ছেন তিনি। বিপুল বলেন, করোনা সংক্রমণের আশঙ্কা আছে, তবে কী আর করা। পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে বাহিরে তো যেতেই হবে। তাই আজ বাণিজ্য মেলায় এসেছি।

[৬] মিল্ক ভিটার স্টলের একজন বিক্রয়কর্মী বলেন, প্রতি কেজি আইসক্রিমের বক্স ১৭৪ টাকা করে বিক্রি হচ্ছে। চকবার ১৯ টাকা ও কাপ আইসক্রিম ১৭ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমাদের বিক্রয় কেন্দ্রে কাপ আইসক্রিমই বেশি বিক্রি হচ্ছে।

[৭] মেলায় প্রবেশ পথ লিজ নেওয়া মীর ব্রাদার্সের ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, শুক্রবার মেলায় ৪০ হাজারের বেশি দর্শণার্থী এসেছেন।

[৮] নতুন বছরের প্রথম দিনে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে প্রথমবারের মতো মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত চলে এই মেলা। প্রবেশর জন্য প্রাপ্তবয়স্কদের প্রতিটি টিকিটের মূল্য ৪০ টাকা আর শিশুদের টিকিটের মূল্য ২০ টাকা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়