শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারচুপির অভিযোগে চট্টগ্রাম বাশঁখালী পৌরসভার স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে দুপুর সাড়ে ১১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র পদের মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।

[৩] রোববার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করা মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, বাইরে সুষ্ঠু থাকলেও কেন্দ্র দখলে নিয়ে ভোট প্রদান করছে নৌকার প্রার্থীর অনুসারীরা। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সবগুলো কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও মেয়র পদে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আমার এজেন্টরা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

[৪] তবে, আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন (নৌকা (মোবাইল) সুষ্ট ও শা‌ন্তিপূর্ণ হ‌চ্ছে বলে দাবি করেন।

[৫] চট্টগ্রা‌মের পু‌লিশ সুপার এসএম র‌শিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হো‌সেন, বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকা‌রি প্রিসাই‌ডিং কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম সহ দা‌য়িত্বশীল কর্মকর্তারা প্রতি‌টি কেন্দ্র ভি‌জিট ক‌রেন।

[৬] এর আগে সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয় বাঁশখালী পৌরসভা নির্বাচনে।

[৬] মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

[৭] এদিকে ১নং ওয়ার্ডের জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি বুথে ১৬৪৫ জন পুরুষ, এবং ১৪৬৭ জন মহিলা ভোট প্রদান করবেন। ২নং ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্র, প্রথম কেন্দ্র জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৪৩ জন নারী পুরুষ, দ্বিতীয় কেন্দ্র উত্তর জলদী হলস্যার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০০৫ জন নারী পুরুষ ভোট প্রদান করবেন। ৩নং ওয়ার্ডে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৩৩ জন পুরুষ এবং ১৪৮৬ জন মহিলা ভোট প্রদান করবেন। ৪নং ওয়ার্ডে পুর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৯৬ জন পুরুষ এবং ১২২২ জন মহিলা ভোট প্রদান করবেন। ৫নং ওয়ার্ডে রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৯৩ জন পুরুষ এবং ১৫০৬ জন মহিলা ভোট প্রদান করবেন। ৬নং ওয়ার্ডে উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৭২ জন পুরুষ এবং ১৩৭৭ জন মহিলা ভোট প্রদান করবেন। ৭নং ওয়ার্ডে দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৪৩ জন পুরুষ এবং ১৫৭৯ জন মহিলা ভোট প্রদান করবেন। ৮নং ওয়ার্ডে দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭১৬ জন পুরুষ এবং ১৬০১ জন মহিলা ভোট প্রদান করবেন। ৯নং ওয়ার্ডে দুটি কেন্দ্র,প্রথম কেন্দ্র রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৮১০ জন পুরুষ এবং ৭০৬ জন মহিলা, দ্বিতীয় কেন্দ্র দোসরী পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ৭৩৭ জন পুরুষ এবং ৬৪৩ জন মহিলা ভোট প্রদান চলমান র‌য়ে‌ছে।

[৮] প্রশাস‌নের পক্ষ থে‌কে প্রতি‌টি কে‌ন্দ্রে মোবাইল টি‌মের বে‌শি সংখ‌্যাক পু‌লিশ , র‌্যাব, বি‌জি‌বি র‌য়ে‌ছে । এ রি‌পোট লেখা পর্যন্ত ভোট গ্রহন চলমান থাক‌লে ও কোথাও কোন সংঘর্ষ কিংবা মার‌পি‌টের খবর পাওয়া যায়‌নি । সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়