ফাহাদ ইফতেখার: [২] সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টোঙ্গার বৃহত্তম দ্বীপ টোঙ্গাতাপুতে সুনামি আঘাত হেনেছে। সুনামির কারণে দেশটির রাজধানী নুকু’আলোফায় সাগরের পানির বিশাল ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। সিএনএন
[৩] এতে উপকূলীয় এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
[৪] এ আগে দেশটির ১৭০টি দ্বীপের অধিকাংশেই জারি করা হয়েছিলো সুনামির সতর্কতা। নিউজিল্যান্ড হেরাল্ড
[৫] শনিবার নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় ঢেউ দেখা দিয়েছে।
[৬] এছাড়া আগ্নেয়গিরি জ¦ালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরির ছাই।
[৭] এর আগে, দেশটির পুলিশ রাজধানীবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলো। সম্পাদনা : মোহাম্মদ রকিব।