শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা আছে সরকারের: প্রতিমন্ত্রী মাহবুব

শাহীন খন্দকার: [২] বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী আরো বলেছেন, উপজেলার সদর ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া এলাকায় পরিত্যক্ত বিমান অবতরণক্ষেত্র (রানওয়ে) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ পরিকল্পনার কথা বলেন তিনি। শুক্রবার প্রতিমন্ত্রী আরো বলেন,সরকারের উদ্যোগের অংশ হিসেবে তিনি এখানে পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, আজকে নোয়াখালীবাসীর জন্য একটি বিমানবন্দর হওয়ার বিষয়ে যথেষ্ট আগ্রহ ও উৎসাহ দেখেছেন। তিনি আরও বলেন,এর পরিপ্রেক্ষিতে এখানে একটি বিমানবন্দর করার বিষয়ে আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

[৩] এম মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বিমান খাতে বড় ধরনের বিপ্লব হয়েছে। তিনি বলেন, এখানে একটি সুন্দর রানওয়ে রয়েছে। জায়গাও রয়েছে পর্যাপ্ত। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও বিমানবন্দর এলাকার স্থানটি পরিদর্শন করা হয়েছে এবং ইতিমধ্যে এলাকাটি সার্ভেও করা হয়েছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জেলার হাতিয়ার উদ্দেশে যাত্রা করেন। সেখানে প্রতিমন্ত্রী হাতিয়া ও নিঝুম দ্বীপের পর্যটন সম্ভাবনার স্থানগুলো পরিদর্শন করবেন।

[৪] এসময়ে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাংসদ আয়েশা ফেরদাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়