শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফসলের মাঠ থেকে সাবেক ইউপি সদস্যের স্ত্রী’র রক্তাক্ত মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ হেল বাকী: [২] নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলের মাঠ থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ।

[৩] নিহত ওই নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও মঙ্গলীয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী। নিহত জান্নাতুন ও আশরাফের সংসারে দুই সন্তান রয়েছে।

[৪] নিহত জান্নাতুনের স্বজনেরা বলেন, গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেক্ষণ পরেও বাড়িতে না আসায় ওই প্রতিবেশীর বাড়িতে তাঁর খোঁজ করলে প্রতিবেশীর বাড়ির লোকজন জানান জান্নাতুন তাঁদের বাড়িতে আসেইনি। এরপর বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেন স্বজনেরা।

[৫] ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলি মাঠে জান্নাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন।

[৬] খবর পেয়ে জান্নাতুনের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। এ সময় মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহের মাথায় গভীর ক্ষত রয়েছে। এছাড়া তাঁর শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

[৭] খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। পরে নারী পুলিশের সহায়তায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

[৮] ওসি কে এম রাকিবুল হুদা বলেন, সুরতহাল রিপোর্ট শেষে বিস্তারিত জানা যাবে এবং ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়