শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ০৩:৪৯ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মানুষ মরছেন আর তারা মদের পার্টি করছেন’

অনলাইন ডেস্ক : ২০২০ সালের ২০ মে লকডাউনের বিধিনিষেধ ভেঙ্গে মদের পার্টিতে অংশগ্রহণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ নিয়ে দেশটির বিরোধী দলের নেতা ও বহু নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আজ বুধবার বরিস জনসন তার এমন কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ইত্তেফাক

বরিস যে মাসে মদের পার্টিতে যোগদান করেছেন সে সময় প্রিয়জনদের হারানো পরিবারের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

আলজেন্দ্রা গোদয় যিনি তার মাকে হারিয়েছেন বিবিসিকে বলেন, আমি সত্যি প্রধানমন্ত্রী বরিসকে ঘৃণা করি।

লিসা উইলকি নামে আরেকজন কান্না জড়িত কণ্ঠে বলেন, মানুষ মারা যাচ্ছে আর তারা মদের পার্টি করছে। বরিস জনসনের পার্টি করার মাসে এই নারী তার ভাইকে হারান।

আমান্ডা ম্যাকইগান ২০২০ সালের মে মাসে তার কন্যা সন্তানকে হারান। তার মেয়ে ক্যান্সারে মারা যান কিন্তু সে সময় করোনার বিধিনিষেধের কারণে শেষ মাসগুলোতে তার মেয়ে বন্ধুদের ও আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেননি।

২০২০ সালে বরিস জনসন লকডাউন ভেঙ্গে যে পার্টি করেছেন সম্প্রতি ফাঁস হওয়া এক মেইলে এই তথ্য জানা গেছে। বৃটিশ আইটিভি এই মেইল প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিতে অন্তত ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তবে সে দিন প্রায় ৪০ জন অংশ নেন। যাদের মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি সিমন্ডসও উপস্থিত ছিলেন। ২০২০ সালের ২০ মে আয়োজন করা হয় ওই পার্টির। সে সময় দেশটিতে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করা নিষিদ্ধ ছিল।

আইটিভির খবর, দেশটির প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস ডাউনিং স্ট্রিটের ওই পার্টিতে অংশ নিতে ১০০ এর বেশি জনকে মেইল করেন। এসবের মধ্যে রয়েছেন বরিসের উপদেষ্টা, বক্তৃতা লেখক এবং দরজার স্টাফ। আল জাজিরা, বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়