শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২, ১০:০৬ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২২, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের দিতে হবে আর্থিক জরিমানা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার কানাডার কুইবেক প্রবেদেশের প্রধান প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগল্ট এক সংবাদ সম্মেলনে বলেন, কুইবেকের নাগরিকদের মধ্যে মাত্র ১২.৮ শতাংশ মানুষ এখনো টিকা দেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে জানুয়ারির ১ তারিখের মধ্যে কুইবেকের ৮৫ শতাংশ নাগরিক একটি ডোজ টিকা নিয়েছেন। আরটি

[৩] ফ্রাঁসোয়া লেগল্ট বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ ন্যায্যতার প্রশ্নে ত্যাগ স্বীকার করেছেন। যারা এখনো একটি ডোজ টিকা দেননি তাদেরও ত্যাগ স্বীকার করতে হবে। অবশ্য টিকা না নেওয়া ব্যক্তিদের কত টাকা জরিমানা করা হবে সেই বিষয়ে লেগল্ট কিছু বলেননি।

[৪] গত সপ্তাহে কুইবেকে ঘোষণা করা হয়েছিলো, যারা মদ ও গাঁজা কিনতে যাবেন তাদেরকে অবশ্যই কোভিডের সার্টিফিকেট দেখাতে হবে।

[৫] দেশটির নতুন কোভিড রোগীদের বেশিরভাগই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত। গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১২ জন কোনো ভ্যাকসিন নেননি। আর ২৯০ জনই দুই ডোজ টিকা নিয়েছেন। আইসিওতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১২ জন্য কোনো টিকা নেননি। আর ১৭ জন্য পূর্ণ ডোজ টিকা নিয়েছেন

[৬] মঙ্গলবার কুইবেকে ৬২ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছরের জানুয়ারির পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

[৭] বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষে গ্রিসের ৬০ বছর বয়সীদের মধ্যে যারা একটি ডোজ টিকাও দেননি তাদের ১১৩ ডলার জরিমানা দিতে হবে। আর সিঙ্গাপুরে টিকা না নেওয়া কোভিড রোগীদের বিল নিজেদের পরিশোধ করতে বাধ্য করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়