শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০২:৩৬ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটার ক্র্যাশ হওয়া থেকে বাঁচতে

অনলাইন ডেস্ক: ডিটিজাল জীবনে অনাকাঙ্খিত ঘটনাগুলো হুটহাট করেই ঘটে। কোনো কিছু বুঝে উঠার আগেই সাড়ে সর্ব্বনাশ টা ঘটে যায়। তখন আমাদের মনে হয় হয়ত আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল। তাই সময় থাকতে সব বিষয়েই একটু সতর্ক থাকা দরকার। তাহলে হয়ত কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাপার এড়িয়ে চলা সম্ভব হবে। আপনার আমার কম্পিউটার যে কোনো সময় ক্র্যাশ করতেই পারে। এটাকে অনাকাঙ্ক্ষিত না বললেও চলে। পিসি তে বসে একটা জরুরি রিপোর্টের উপর কাজ করছেন অথবা একটি অনলাইন গেমে আজ রেকর্ড পয়েন্ট পেয়ে যেতে মাত্র কিছুক্ষনই বাকী। হঠাৎ পিসি ফ্রিজ হয়ে গেল! কোনো সাড়া শব্দ নাই। কিছুক্ষণ অপেক্ষা করে আশায় বুক বেধে আবার চেষ্টা করলেন। কিছুই হল না। পিসি আর কথা বলে না।

এই ফ্রিজিং যে সমস্ত কারণে ঘটে থাকে এবং যেভাবে আমরা এই ফ্রিজিং/ ক্র্যাশিং থেকে বেচে থাকতে পারব তার উপর একটু ধারনা নেওয়া যাক—

সফটওয়্যার সমস্যা

সফটওয়্যার প্রবলেমগুলো তখনই দেখা দেয় যখন আপেডশানে সমস্যা হয় অথবা ডিভাইস ড্রাইভার সংক্রান্ত কোন সমস্যা দেখা দেয়। যদি এই রকম সমস্যা দেখা দেয় তখন আমাদের যা করনীয় তা হল— এই ফল্টি সফটওয়্যারকে আনইন্সটল করে দেয়া অথবা রিইন্সটল করে দেয়া। সম্ভব হলে আপডেট করে নেয়া।

ত্রুটিপূর্ণ র‌্যাম

আমাদের অনেকের পিসিতেই একাধীক র‌্যাম চিপ আছে। এই চিপ সংক্রান্ত সমস্যাগুলো দেখা দেয় যখন এগুলোর কনফিগারেশানে কোন সমস্যা হয় অথবা ইন্টারনালি ফ্যাব্রিকেশান এর সময় কোন ফল্ট থেকে যায়। আর ভয়ের কথা হল এই চিপ সংক্রান্ত সমস্যাগুলো খুবই বিপজ্জনক হয়ে থাকে এবং ফ্যাটাল এরর ঘটিয়ে থাকে। যা আপনার পিসিকে তার নরমাল ফাংশান হতে বিরত রাখতে পারে সর্বোপরি ক্র্যাশও ঘটাতে পারে।

এই সমস্ত র‌্যাম প্রবলেম গুলোকে চেক করার জন্যে আপনাকে কোন বিস্বস্ত মেমরি টেস্টিং টুল ব্যবহার করতে পারেন যার সাহাঘ্যে আপনি বিভিন্ন টেষ্টের মাধ্যমে এরর ফাইন্ড আউট ও করতে পাবেন। তাছাড়া আপনি চাইলে আপনার চিপগুলো কে একবার খুলে ফেলে পিসি স্টার্ট করে দেখতে পারেন যে, সেই এররগুলোর কি অবস্থা। এবং সেই থেকে আপনি হয়ত আপনার এরর কে খুঁজেও পেয়ে যেতে পারেন।

রেজিস্ট্রি সংক্রান্ত সমস্যা

রেজিস্ট্রি ব্যাপারটাকে আমরা অনেকেই গুরুত্ব দেইনা। যদিও বাস্তবে একটি খুবই ইম্পরটেন্ট সেকশান। আনস্টেবল, ফ্র্যাগমেন্টেড এবং স্লো রেজিস্ট্ররির কারণে আপনার সিস্টেমটা যদি ক্র্যাশ করেই ফেলে তাহলে আর দয়া করে অবাক হবেন না। এই সমস্ত রেজিস্ট্রি সংক্রান্ত সমস্যা এড়াতে একটি ভালো রেজিস্ট্রি ক্লিনার ব্যবহার করতে পারেন এবং নিয়মিত আপনার রেজিস্ট্রি ক্লিয়ার করে রাখতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়