শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজাহার আলী সরকার: বিচারপতি ইনায়েতুর রহিমের সংক্ষিপ্ত পরিচয়

আজাহার আলী সরকার: ২০০৯ সালের ৩০ জুন অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পেয়েছিলেন এম ইনায়েতুর রহিম। দুই বছর পর ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হন তিনি। পরে ২০১৪ সালে ২৩ ফেব্রুয়ারি তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরের বছরের ১৫ সেপ্টেম্বর এ বিচারপতিকে হাইকোর্টে ফিরিয়ে আনা হয়।

১৯৬০ সালের ১১ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন ইনায়েতুর রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। ১৯৮৯ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ২০০৫ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন তিনি।

বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং দিনাজপুরের সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় নেতা এম. আব্দুর রহিম।

তাঁরা দুই এবং চার বোন। ৬ ভাই- বোনের মধ্যে সবার বড় বিচারপতি এনায়েতুর রহিম। সবার ছোট ভাই ইকবালুর রহিম বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং হুইপ।

চার বোনের মধ্যে ডা. নাদিরা সুলতানা, ডা. নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, এবং নাজিলা সুলতানাসহ সন্তানরা শিক্ষা জীবন শেষে সকলে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

এই পরিবারটির অন্যতম বৈশিষ্ট্য পিতা- পুত্র এবং কন্যাসহ সবাই সৎ মেধাবী এবং খুবই ভাল। আর মানবাধিকার প্রশ্নে তথা মানবিক গুনাবলী পূজনীয়।

বিচারপতি এনায়েতুর রহিমকে আপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ করায় সকলের ন্যায় আমরা দিনাজপুরবাসী খুবই খুশী ।
বিলম্বে হলেও আমাদের দিনাজপুরবাসীর দীর্ঘদিনের একটা আশা পুরণ হলো । আল্লাহ তুমি আমাদের বড় ভাইকে ভাল, সুস্থ এবং নিরাপদে রাখুন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়